- সারাদেশ
- ইভিএমে আমাদের আস্থা নেই: জিএম কাদের
ইভিএমে আমাদের আস্থা নেই: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ইভিএমে আমাদের কোনো আস্থা নেই। জনগণেরও আস্থা নেই। ইভিএমে ভোটচুরির আশঙ্কা রয়েছে। মেশিন ভালো না মন্দ সেটা বড় বিষয় নয়। ইভিএম মেশিনের পেছনে যারা কাজ করবেন তারা সরকারের প্রভাবে প্রভাবিত হবেন। তারা সরকারের নির্দেশের বাইরে যেতে পারবেন না। সরকার যে ধরনের ফলাফল চাইবেন তারা সে ধরনের ফলাফল প্রকাশ করবে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়েও কথা বলেন।
লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেবা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন নির্মেলেন্দু রায়, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব জাহিদ হাসান ও সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামসহ জেলা জাপার নেতারা উপস্থিত ছিলেন। ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রংপুর ও লালমনিরহাট জেলা সফরের অংশ হিসেবে মঙ্গলবার তিনি লালমনিরহাটে আসেন।
মন্তব্য করুন