- সারাদেশ
- ময়মনসিংহে এক যুগ পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
ময়মনসিংহে এক যুগ পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

গ্রেপ্তারকৃত খোকন মিয়া। ছবি-সমকাল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাতিজাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত খোকন মিয়া (৫৫) সরিষা ইউনিয়নের মহেশপুর (গাংপাড়া) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালে ভাতিজা হামিম মিয়াকে (১৪) হত্যা করেন খোকন। ওই ঘটনা নিহতের বাবা ফারুখ মিয়া ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত ২০১১ সালে রায় দেন। এতে আসামি খোকন মিয়াকে যাবজ্জীবন সাজা দেন আদালত।
পুলিশ আরও জানায়, সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন খোকন। সম্প্রতি নিজ বাড়িতে আসলে খবর পায় পুলিশ। বুধবার রাত সাড়ে তিনটা দিকে ঈশ্বরগঞ্জ থানার এসআই সাইদুর রহমান ও সাদী মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল খোকনকে গ্রেপ্তার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ভাতিজাকে হত্যায় যাবজ্জীবন সাজা নিয়ে খোকন মিয়া একযুগ ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন