- সারাদেশ
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
খুলনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পলাশ (২৮) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হন আরেক যুবক।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চানমারি খ্রিস্টান পাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পলাশ খ্রিষ্টানপাড়া এলাকার শিপনের ছেলে। আহত সৌরভ একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টুটপাড়া এলাকার নূর আজিম গ্রুপের সঙ্গে পলাশের দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে পলাশ ও তার বন্ধু সৌরভ খ্রিষ্টানপাড়া বালুর মাঠ এলাকায় চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে নূর আজিম গ্রুপের ৮-১০ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।
ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন সমকালকে জানান, আহত সৌরভকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মন্তব্য করুন