- সারাদেশ
- সাভারে চিকিৎসকের ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার
সাভারে চিকিৎসকের ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
সাভারের আশুলিয়ায় ডেণ্ডাবর এলাকার এক চিকিৎসকের ফ্ল্যাট থেকে নুসরাত মীম (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ভাই বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। পরে অভিযুক্ত চিকিৎসক ফিরোজ আলমকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ।
নিহত মীম সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতি গ্রামের প্রয়াত শাহজাহান তালুকদারের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক ফিরোজ আলম ঢাকার দোহার থানার রাধানগর গ্রামের ওমর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মীম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি সাভারের সুপার ক্লিনিকে চাকরি করতেন। এক পর্যায়ে সেখানকার আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফিরোজ আলমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ফিরোজ আলম সুপার ক্লিনিকে চাকরি ছেড়ে আশুলিয়ার বাইপাইলে গ্রিনডেল পোশাক কারখানার মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি বিয়ে করেন।
বিষয়টি জানতে পেরে বুধবার মীম ওই চিকিৎসকের ৬ তলার ফ্ল্যাটে যান। এ সময় দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মীম একটি কক্ষের দরজা আটকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসক ফিরোজ আলমকে আটক করে।
এ ঘটনায় নুসরাত মীমের বড় ভাই ফেরদৌস আলম আবীর বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মন্তব্য করুন