- সারাদেশ
- চবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তীর স্মারক উন্মোচন
চবি সাংবাদিক সমিতির রজতজয়ন্তীর স্মারক উন্মোচন

পঁচিশ বছরপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রজতজয়ন্তী স্মারক অম্লানের মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার। একই সঙ্গে সংগঠনটির ২০২২-২৩ সালের ক্যালেন্ডার উন্মোচন করা হয়।
বৃহস্পতিবার উপাচার্যের দপ্তরে এ সময় উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান, আইসিটি সেলের পরিচালক ও সিন্ডিকেট সদস্য খাইরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম ও সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া।
অধ্যাপক শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রজতজয়ন্তী স্মারকটি দেখেছি। ম্যাগাজিনের প্রচ্ছদে খুব সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া সাংবাদিকতা সংশ্নিষ্ট অনেক ভালো ভালো লেখাও রয়েছে।চবিতে কাজ করা সাংবাদিকদের তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব তথ্য দেশ-বিদেশের মানুষের কাছে যায়। তাই ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে।
অম্লান ম্যাগাজিনের সম্পাদক ইমাম ইমু বলেন, সাংবাদিক সমিতির পঁচিশ বছরপূর্তি উপলক্ষে প্রকাশিত এ ম্যাগাজিনে গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সমিতির সাবেক ও বর্তমানদের অভিজ্ঞতালব্ধ লেখা স্থান পেয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা প্রকাশনাটি সম্পন্ন করেছি।
এ ছাড়া অম্লানের সার্বিক তত্ত্বাবধানে কাজ করেছেন চবিসাস সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনসহ অন্যরা।
মন্তব্য করুন