- সারাদেশ
- লৌহজংয়ে সমকাল প্রতিনিধির ওপর হামলা, ক্যামেরা ছিনতাই
লৌহজংয়ে সমকাল প্রতিনিধির ওপর হামলা, ক্যামেরা ছিনতাই

মিজানুর রহমান ঝিলু
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘জুয়া খেলা’র ছবি তোলায় দৈনিক সমকাল পত্রিকার লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলুর ক্যামেরা ছিনতাই ও হামলার অভিযেগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার শিমুলিয়া ঘাটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। রাতে দায়ের করা জিডি মামলায় নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অন্যদিকে ঘটনার পরপরই গুরুতর আহত লৌহজং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের লৌহজং প্রতিনিধি মিজানুর রহমান ঝিলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুন্সীগঞ্জের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মহল। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আহত মিজানুর রহমান ঝিলু বলেন, ‘শিমুলিয়া ৩নং লঞ্চঘাট এলাকায় জুয়া খেলার সময় তিনি ছবি তুলতেই কুমারভোগ ইউনিয়নের আওয়ামী লীগের নেতা মতি মাতবরের ছেলে সুমন মাতবরের নেতৃত্বে ৭-৮ জন লোক আমার ওপর আক্রমণ চালায়। এই সময় আমার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইনের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে।’
স্থানীয়রা জনান, পদ্মা সেতু চালুর পর লঞ্চঘাট এখন নিরিবিলি থাকায় ছিনতাই, নেশাখোর এবং জুয়াড়িদের আড্ডায় পরিণত হয়েছে। আর এসব অপকর্ম পরিচালনা করেন সুমন।
পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন