সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মশিপুর শরিষাকোল মাদরাসা বাজারের উত্তর পাশে আশা ব্যাংকের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আজ সোমবার ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক জন নিহত হন।গুরুতর আহত হন আরও দুই জন। 

তিনি জানান, নিহত আসাদুজ্জামান আজাদ মোল্লা (৪৫) সিরাজগঞ্জ সদরের গজারিয়া গ্রামের আজিজুল হক মোল্লার ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।