- সারাদেশ
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রচনা প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রচনা প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান

ছবি: সমকাল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে ও একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে 'সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম' বিষয়ে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ১ হাজার ২৩২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মাঠে এ রচনা প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ-নগদ অর্থ প্রদান করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদ ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর। এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়ার মাওলানা রুহুল আমিন।
চাটখিল উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ মোট ৬০টি প্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এই রচনা প্রতিযোগিতা হয়। সেখান থেকে প্রতিষ্ঠান কর্তৃক বাছাইকৃত ১২৩২টি রচনা চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়। রোববার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
মন্তব্য করুন