পঞ্চগড়ের বোদায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মন (৩০) নামে কৃষকের নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার আগে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় নিহতের চাচাত ভাই স্বপন চন্দ্র বর্মনের (২৪) হাত ঝলসে যায়। 

নিহত প্রদীপ চন্দ্র বর্মন উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মহেশ চন্দ্র বর্মনের ছেলে। আহত স্বপন চন্দ্র বর্মন একই গ্রামের কৃপানাথ বর্মনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলের পর ডাঙ্গাপাড়া গ্রামের প্রদীপ ও স্বপন বাড়ির পাশে টানা জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় সামান্য বৃষ্টির সাথে আকস্মিক প্রচণ্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক প্রদীপ অজ্ঞান হয়ে পড়েন এবং স্বপন দৌঁড়ে বাড়ির দিকে যেতে থাকেন। বজ্রপাতের ঘটনায় স্বপনের একটি হাত ঝলসে যায়। পরিবারের সদস্যরা দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রদীপকে মৃত ঘোষণা করেন।

বোদা থানা পুলিশের ওসি সুজয় কুমার বলেন, বজ্রপাতের ঘটনায় বোদা সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে প্রদীপ নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়।