- সারাদেশ
- শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলীতে মো. শরীফ মিয়া (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া মো.শরীফ মৃত জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গাঙ্গপাড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে । তিনি ওই গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
জানা যায়, চার বছর আগে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে শরীফ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে রয়েছে। গত বৃহস্পতিবার শরীফ মিয়া তার স্ত্রীর বড় ভাই মো. তাকবীরের বিয়ের দাওয়াতে সপরিবারে শ্বশুরবাড়িতে এসেছিলেন। সর্বশেষ রোববার রাতে স্ত্রী সন্তান নিয়ে বসতঘরে ঘুমাতে যান শরীফ মিয়া। তারপর রাতের কোন এক সময় শরীফ মিয়ার প্যান্টে ব্যবহৃত বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করেন বলে তার স্ত্রী দাবি করেন। সোমবার ভোর বেলায় স্ত্রী সুবর্ণা আক্তার তার স্বামীকে ফাঁসিতে ঝুলতে দেখে পরিবারের লোকজনকে জানান। পরে নিকলী থানা পুলিশ খবর পেয়ে মৃত শরীফ মিয়ার মরদেহ উদ্ধার করে নিকলী থানায় নিয়ে আসেন।
মৃত শরীফ মিয়ার বাবা মো. মতি মিয়া জানান, তার ছেলের বিয়ের সময় সুবর্ণার বাবা উপহার হিসেবে ঘর সাজানোর জিনিসপত্র দিয়েছিলেন। এসব জিনিস নিয়ে শরীফ মিয়া ও সুবর্ণা আক্তারের মধ্যে প্রায় সময়ই পারিবারিক কলহ লেগে থাকত।
তদন্তকারী কর্মকর্তা এস আই সিরাজুল ইসলাম চৌধুরী জানান, মৃতের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন