- সারাদেশ
- গাইবান্ধা-৫ উপ নির্বাচন: প্রচারণা শেষ, শুরু ভোটের ক্ষণগণনা
গাইবান্ধা-৫ উপ নির্বাচন: প্রচারণা শেষ, শুরু ভোটের ক্ষণগণনা

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপ-নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা শেষ হয়েছে আজ সকাল ৮ টায়। এখন ক্ষণগণনা শুরু হয়েছে ভোট গ্রহণের। আগামী ১২ তারিখে অনুষ্ঠিত হবে উপ-নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম।
শেষ মুহূর্তের প্রচারণায় মাঠ-ঘাট, হাট-বাজার মুখরিত করে তোলে সব প্রার্থীরা। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দিয়েছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচিত হলে গ্রামের জনপদকে শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন ভোটারদের। এর মধ্যে তিনি উক্ত আসনে দুটি উপজেলার ১৭টি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় গণসংযোগ শেষ করেছেন। তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। ভোট নিতে নিজের মতো করে চালিয়ে গেছেন প্রচার প্রচারণা। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ আপেল প্রতীক নিয়ে শক্ত অবস্থানে আছেন। তিনি দুটি উপজেলার চর অধ্যুষিত এলাকা বেশি করে চষে বেরিয়েছেন। তিনিও আশাবাদী জয়ের ব্যাপারে।
অপর দিকে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী অ্যাড. জাহাঙ্গীর আলম কুলা প্রতীক, আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন।
নির্বাচনী প্রচারণায় মাঠে সরব আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, আমাদের নেতা নির্বাচনী প্রচারণা নিজ উপজেলা সাঘাটা থেকে শুরু করেন। এছাড়াও এ আসনের ১৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন।
নৌকা প্রার্থী মাহমুদ হাসান রিপন সাংবাদিকদের বলেন, গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন দিয়ে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড আমার উপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান আগামী ১২ তারিখে নির্বাচনে জয়ী হয়ে কাজের মাধ্যমে দেখাব। সব প্রার্থী সমান, কে কোন দল করে সেটা মুখ্য বিষয় নয়।
নির্বাচনী ইশতিহারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ, বোনারপাড়া স্টেশনের পুরাতন জংশন রক্ষা করাসহ চরাঞ্চলে শিক্ষা ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করবো।
মাহমুদ হাসান রিপনের স্ত্রী ডা. মারিয়াম জামান শেখা বলেন, ‘আমি বেশ কয়েকদিন ধরে মাঠে মাঠে ঘুরছি, বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি। মানুষজনের জোয়ার দেখেই বোঝা যাচ্ছে, নৌকার জয় সুনিশ্চিত।’ নারীদের চিকিৎসা, কর্মসংস্থান ও শিক্ষা নিয়ে বিশেষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু বলেন, লাঙ্গল মার্কার বিজয় সুনিশ্চিত। আমি নির্বাচিত হলে সাঘাটা- ফুলছড়ি পশ্চাৎ পদ ব্যবস্থা থেকে বেরিয়ে আধুনিক ব্যবস্থা গড়ে তুলবো।
স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ বলেন, আমি নির্বাচিত হলে দুটি উপজেলার প্রত্যেকটি খাতে আমুল পরিবর্তন করবো।
সহকারী রিটানিং অফিসার ও নওগাঁ জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।
উল্লেখ্য, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর কারণে এ আসনটি শূন্য হয়। উক্ত আসনে আগামী ১২ তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত আসনে ২টি উপজেলার ১৭টি ইউনিয়নের ৩ লাখ ২৯ হাজার ৭৪৩ জন এবার ভোট দেবেন। ভোট কেন্দ্র রয়েছে মোট-১৪৫টি এর মধ্যে সাঘাটায়- ৮৮টি ও ফুলছড়িতে ৫৭টি।
মন্তব্য করুন