বিভাগীয় সমাবেশের নামে বিএনপি যদি কোনো ধরনের সহিংসতার চেষ্টা করে এবং মানুষের জানমালের নিরাপত্তার বিঘ্ন ঘটায় তাহলে শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা।

সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের নেতারা। বিভাগীয় পর্যায়ে আগামী বুধবার থেকে সারাদেশে গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। চট্টগ্রামেও এই কর্মসূচির আয়োজন করবে দলটি। এই সমাবেশকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম আওয়ামী লীগ।

অতীতে বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে মন্তব্য করে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তারা তাদের কর্মসূচি পালন করবে। তবে অতীতের অভিজ্ঞতা ভালো নয়। কারণ দলটি এর আগে আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। তাই এবারও যদি রাজনৈতিক কর্মসূচির নামে অতীতের মতো অপরাজনীতি, বীভৎস আগুন সন্ত্রাস চালানোর চেষ্টা করে, তা প্রতিহত করা হবে।

বিএনপি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, বিএনপি অতীতের মতো রাজনৈতিক কর্মসূচির নামে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দিচ্ছে। এজন্য শঙ্কা তৈরি হয়েছে, চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ ঘিরেও বিএনপি এই ধরনের অপতৎরতা চালাতে পারে। যদি সহিংসতামূলক কার্যক্রম করে তাহলে তা রুখে দেওয়া হবে।

বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার ইচ্ছা নেই বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি বলেন, জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।