- সারাদেশ
- জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের মতো এই সরকারের বিপর্যয় ঘটবে: নোমান
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের মতো এই সরকারের বিপর্যয় ঘটবে: নোমান

পাহাড়তলীর সাগরিকা স্কয়ারে গণসমাবেশে বক্তব্য দেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। ছবি: সমকাল
পুলিশ ৭২ ঘণ্টা নিরপেক্ষ থাকলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, 'আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। জাতীয় গ্রিডের বিদ্যুৎ বিপর্যয়ের মতো এই সরকারের বিপর্যয় ঘটবে।
সোমবার বিকেল নগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারের সামনে ১২ অক্টোবর বিএনপি ঘোষিত বিভাগীয় গণসমাবেশে সফল করার লক্ষে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের থানা ও ওয়ার্ডগুলোর যৌথভাবে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘হামলা-মামলা, গুম-গুলি করে বিএনপি নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা করা হলেও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূনরুদ্ধারের চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ এই আন্দোলনে বিএনপির সঙ্গে ব্যাপক হারে দেশের জনগণ সম্পৃক্ত হয়ে গেছে।’ বিএনপির পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'গণআন্দোলন কখনো ব্যর্থ হয় না।’
তিনি বলেন, ‘জাতীয় গ্রিডের বিদ্যুৎ বিপর্যয়ের মতো এই সরকারের বিপর্যয় ঘটবে। এই বিপর্যয় থেকে তারা রক্ষা পাবে না। জনগণ তাদের সঙ্গে নেই। এ থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে, অবিলম্বে পদত্যাগ করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।’ এ সময় ১২ অক্টোবর চট্টগ্রামে গণসমাবেশের মাধ্যমে সরকার পতনের আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে বলে উল্লেখ করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর। বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এএম. নাজিম উদ্দীন, মহানগর বিএনপি নেতা শামসুল আলম, এস.কে খোদা তোতন, এরশাদ উল্লাহ, আবদুল মান্নান, আহমেদুল আলম রাসেল, শেখ নুরুল্লাহ বাহার, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী প্রমুখ।
মন্তব্য করুন