- সারাদেশ
- ফেসবুকে আপত্তিকর পোস্ট, রাজবাড়ীর সেই মহিলা দল নেত্রীর জামিন নামঞ্জুর
ফেসবুকে আপত্তিকর পোস্ট, রাজবাড়ীর সেই মহিলা দল নেত্রীর জামিন নামঞ্জুর

সোনিয়া আক্তার স্মৃতি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার রাজবাড়ী এক নম্বর আমলি আদালতের বিচারক কায়সুর নাহার সুরমা এ আদেশ দেন।
গ্রেপ্তার সোনিয়া আক্তার রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি। এর আগে ৪ অক্টোবর রাতে শহরের তিন নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বুধবার বিকেলে সোনিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ৩ অক্টোবর সন্ধ্যায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সামসুল আরেফিন রাজবাড়ী সদর থানায় সোনিয়ার ফেসবুক পোস্টের বিষয়ে লিখিত অভিযোগ দেন। পরে দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় অভিযোগটি নথিভুক্ত করে পুলিশ। সোনিয়া প্রায় এক মাস আগে ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন।
সোনিয়া আক্তারকে কারাগারে পাঠানোর পর তাঁর বাড়িতে যান জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইনসহ জেলা বিএনপির নেতারা। তারা সোনিয়ার দুই শিশু সন্তান ও পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বিএনপি নেতারা বলেন, সোনিয়া রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করতেন। মানবিক গুণাবলিসম্পন্ন এই নেত্রীর মুক্তির ব্যাপারে দলের হাইকমান্ড সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেবে।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন