ওজন স্কেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য আলাদা নিয়ম গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ব্যবসায়ীরা বলেছেন রাস্তার লোড নিয়ে। সারাদেশের জন্য এক নিয়ম, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য আরেক নিয়ম- এটা থাকা উচিত নয়।

সোমবার নগরীর আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন,  ফাইনালি আমাদের ভোক্তাদের দেখতে হবে। পণ্য পরিবহন সীমাবদ্ধ করে দিলে পণ্যের ওপর দাম বেশি পড়বে, যেটা সাধারণ মানুষের জন্য কষ্টকর হবে। সেটা পুনর্গঠন করা দরকার। ঢাকায় গিয়ে আবারও সড়কমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলব। সিস্টেমটা পাল্টাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা ভোগ্যপণ্য বিক্রি করছেন কিনা তা দেখার দায়িত্ব ভোক্তা অধিকার অধিদপ্তরের। আগামী তিন দিনের মধ্যে তা নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণের প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি আবদুস সালাম, এএম মাহবুব চৌধুরী ও পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।