- সারাদেশ
- মানিকগঞ্জে বিচার বিভাগে ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে কর্মসূচি
মানিকগঞ্জে বিচার বিভাগে ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে কর্মসূচি

বিচার বিভাগে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আদালত চত্বরে সমাবেশ করেন আইনজীবীরা - সমকাল
বিচার বিভাগে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মানিকগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। সোমবার দুপুরে আদালত চত্বরে আয়োজিত কর্মসূচিতে এসব অভিযোগের দ্রুত সমাধান ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, মানিকগঞ্জ আদালতের নেজারত, নকল শাখা ও রেকর্ড রুমের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ঘুষ ছাড়া কোনো কাজ করতে চান না। একটি অ্যাফিডেভিট করতে নির্ধারিত সরকারি ফির অতিরিক্ত ৩০০-৫০০ টাকা আদায় করেন। ৫০০-১০০০ টাকা ছাড়া তাঁরা কোনো নকল সরবরাহ করেন না। এ ছাড়া রেকর্ড রুম থেকে কোনো নথি পেতে হলেও অতিরিক্ত টাকা দিতে হয়।
একই সঙ্গে কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ লেনদেনের প্রতিবাদ জানানো হয়। তাঁরা বিচার বিভাগে কর্মরত কয়েকজন কর্মীর নামসম্বলিত প্ল্যাকার্ডও সমাবেশে উপস্থাপন করেন।
কর্মসূচির প্রধান সমন্বয়ক আইনজীবী মাহবুবুল ইসলাম বলেন, আদালতের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ-দুর্নীতির কারণে বিচারপ্রার্থীদের মামলার খরচ অনেক বেড়ে যায়। তাঁরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্যের কাছে এসব বিষয়ে অভিযোগ দিয়েছেন। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
এতে আরও বক্তব্য দেন আইনজীবী মাহবুবুল ইসলাম, মতিউর রহমান ওরফে আঙ্গুর, আতাউর রহমান, ইউনুছ আলী ও আমিনুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন