- সারাদেশ
- শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
নিহত ব্যক্তির নাম চাঁদ আলী (৪৫)। তিনি উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের ময়নাল প্রামানিকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। শনিবার দুপুরে তাকে বেধড়ক মারধর করলে মুমূর্ষু অবস্থয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
পুলিশ, প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় জানান, বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে নিহত চাঁদ আলী প্রামানিকের সঙ্গে তার ছোট ভাই সোহেল ও তার স্ত্রী হেমালী খাতুনের কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোহেল ও তার স্ত্রী মিলে একই গ্রামে বাসবাসকারী স্ত্রীর মামা রবিউল, জাহিদ, ইয়াদ আলী, মামতো ভাই মুক্তার, মনিরসহ ১০-১২ জনকে ডেকে নিয়ে এসে চাঁদ আলীকে লাঠিসোঠা দিয়ে বেধড়ক মারপিট করেন। পরে মুমূর্ষু অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিযা জেনারেল হাসপাতালে পাঠান। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পরপরই সোহেলসহ তার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন পালিয়ে যায়।
দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। নিহত চাঁদ আলীর ছোট ভাই সোহেলের স্ত্রী হেমালী খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি বলেন, মামলা দায়ের হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন