
বিশ্বভ্রমণে বের হওয়া নেপালি তরুণ ইহর (ডানে) সঙ্গে বাংলাদেশি হোমায়েদ ইসহাক-সমকাল
জয়পুরহাট-বগুড়া মহসড়কের বটতলী এলাকায় তুলসীগঙ্গা সেতুর ওপর দিয়ে হাঁটছিলেন নেপালি তরুণ। নাম তাঁর ইহ। পথচারীরা তাঁকে দেখছেন। তিনিও পথচারীদের সঙ্গে কথা বলছেন। হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন তিনি। বিভিন্ন দেশের কৃষ্টি-সংস্কৃতি জানতে তাঁর এই ভ্রমণ। ২৩৭ দিন আগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে তিনি যাত্রা শুরু করেন। ইতোমধ্যে তিনি ৫ হাজার ৫০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছেন। বর্তমানে জয়পুরহাট হয়ে দিনাজপুরের পথে আছেন। গত শুক্রবার বিকেলে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে পৌঁছেন। তিনি সবুজ বাংলাদেশ ও মানুষের আচার-ব্যবহারে মুগ্ধ।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে তাঁর জন্ম। বয়স ২৭ বছর। ছোটবেলা থেকেই তাঁর ভ্রমণ পছন্দ। ২৭ দিন আগে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে হেঁটে রওনা দেন তিনি। শুক্রবার ৭৪৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জয়পুরহাটে পৌঁছেন। ভ্রমণে মানচিত্রের সহায়তা নিচ্ছেন। তিনি বলেন, পথে অনেকেই আমার খাওয়ার ব্যবস্থা করেছেন। বাঙালি খুবই শান্তিপ্রিয়।
মন্তব্য করুন