- সারাদেশ
- মাদ্রাসাছাত্র নিখোঁজ শুধু জঙ্গিবাদের জন্য নয়: পুলিশ সুপার
মাদ্রাসাছাত্র নিখোঁজ শুধু জঙ্গিবাদের জন্য নয়: পুলিশ সুপার

সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মাদ্রাসাছাত্র নিখোঁজের পর একটা ধারণা জন্মে যে, তারা জঙ্গিবাদ বা রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য ঘর ছেড়েছে।
তিনি বলেন, আসলে সে ধারণা পুরোপুরি ঠিক নয়। মাদ্রাসাছাত্র নিখোঁজ মানে জঙ্গিবাদের জন্য ঘরছাড়া নয়, এর পেছনে অন্য কারণও থাকতে পারে।
এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার ও অপহরণে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের পর রোববার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার জানান, সিলেটের যেসব ছাত্র বা ব্যক্তি নিখোঁজের পর জিডি করা হয়েছে, তাদের উদ্ধার ও কারণ অনুসন্ধানে পুলিশ তৎপর। সম্প্রতি সিলেট থেকে নিখোঁজ দুই ছাত্রকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সবশেষ শনিবার রাতে সিলেটের রশিদপুর এলাকা থেকে ওসমানীনগরের এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও জানান, গত ৯ অক্টোবর তাকে অপহরণ করা হয়েছিল। একটি হোটেলে তাকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ চাওয়া হয়।
অপহরণে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম মেনু মিয়া নামের এক ব্যবসায়ীকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, মনু মিয়া মাদ্রাসাছাত্রকে অপহরণ করে সিলেটের একটি হোটেলে আটকে রাখে। সেখানে হাত-মুখ বেঁধে নির্যাতন করা হয়েছে। পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণও দাবি করে। বিকাশের মাধ্যমে কিছু টাকা মনুকে দিয়েছে তার পরিবার। বিষয়টি জানার পর পুলিশ তাকে উদ্ধার করে। মনুর বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন