- সারাদেশ
- সিলেট থেকে চুরি হওয়া শিশু ছাতক থেকে উদ্ধার
সিলেট থেকে চুরি হওয়া শিশু ছাতক থেকে উদ্ধার

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার থেকে ২০ মাস বয়সী আবু সুফিয়ান নামে এক শিশু চুরির দু'দিন পর ছাতক থেকে উদ্ধার করা হয়েছে।
গত শনিবার রাত ১১টার দিকে সিলেট কোতোয়ালি থানা পুলিশের উপস্থিতিতে ছাতক থানা পুলিশ মা সেলিনা বেগমের হাতে শিশু সুফিয়ানকে তুলে দেয়। চুরি হওয়া শিশুটি গোলাপগঞ্জ থানার আছিরখাল (আমকোনা) গ্রামের মৃত শিপু মিয়ার ছেলে।
জানা গেছে, গত বুধবার বিকেলে সেলিনা বেগম (৩০) তাঁর শিশুপুত্র আবু সুফিয়ানকে নিয়ে মাজার জিয়ারত করতে যান। জিয়ারতের পর রাত হয়ে গেলে মাজারের মহিলা বিশ্রামাগারে অবস্থান করেন। পরদিন বৃহস্পতিবার সকালে শিশুটিকে এক নারীর সামনে রেখে বাথরুমে যান। ১০ মিনিট পর ফিরে দেখেন সুফিয়ান এবং ওই নারী বিশ্রামাগারে নেই।
অনেক খোঁজাখঁজির পর শিশুটিকে না পেয়ে সেলিনা বেগম কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে জানা যায়, মানসিক প্রতিবন্ধী এক নারী শিশুটিকে চুরি করে ছাতকে নিয়ে আসে। পরে ছাতকের নোয়ারাই ইউনিয়নের চড়ভাড়া গ্রামের আব্দুর নুরের বাড়িতে রেখে সটকে পড়ে। থানায় সাধারণ ডায়েরি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের পর শিশুটিকে উদ্ধার করে ছাতক থানা পুলিশ।
থানার উপপরিদর্শক মো. আতিকুল আলম খন্দকার বলেন, শিশু সুফিয়ানের সন্ধান পাওয়ার পর তার মা সেলিনার হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানার আওতাধীন শাহজালাল মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী জামাল উদ্দিনের উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন