- সারাদেশ
- উল্লাপাড়ার আ'লীগ নেতার আয়ের উৎস খতিয়ে দেখছে দুদক
উল্লাপাড়ার আ'লীগ নেতার আয়ের উৎস খতিয়ে দেখছে দুদক

মীর আরিফুল ইসলাম উজ্জ্বল
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে 'ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের' অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা আঞ্চলিক কার্যালয়।
দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. খায়রুল ইসলাম রোববার বিকেলে সমকালকে বলেন, মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাঁর ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জানতে চেয়ে ৫৯টি ব্যাংকের প্রধান কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তাঁকেও পৃথক চিঠি দেওয়া হয়েছে। ১৫-২০ দিনের মধ্যেই সব তথ্য পাওয়া যাবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসঙ্গে মীর আরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরেই আমাদের পরিবারে পেছনে লেগেছে। এরই অংশ হিসেবে দুদক বরাবর তারা অভিযোগ দেয়। দুদক থেকে চিঠি পেয়ে আমার ও স্ত্রী-ছেলেমেয়ের আয় ব্যয় ও ব্যাংক হিসাব পাঠিয়ে দিয়েছি।
উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম বলেন, দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে উজ্জ্বল ও তাঁর পরিবার আমার বিরুদ্ধে আটটি মামলা করেছে। দলের স্বার্থে এখনও নিশ্চুপ রয়েছি। তাঁর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দুদক বরাবর চিঠি দেওয়ার লোকজনেরও অভাব নেই।
মন্তব্য করুন