দিনাজপুরে জুয়া ও চুরির টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার রাতে সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গীবেচা সেতুর নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রাজু চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি মাঝাডাঙ্গায় তার নানির বাসায় থাকতেন। রাজু পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন- সদরডাঙ্গার সেলিম, মাঝাডাঙ্গার পূর্বপাড়ার দুই সহোদর শাহীদ ও শাকিল। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার সকাল থেকে রাজুর সঙ্গে ওই এলাকার কয়েকজনের টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল। সন্ধ্যার কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে বাঙ্গীবেচা সেতুর নিচে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে একটি পক্ষ রাজু ও তার বন্ধুদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা রাজুকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজুর মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।