- সারাদেশ
- 'সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি করছে ৬ সংঘবদ্ধ দল'
'সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি করছে ৬ সংঘবদ্ধ দল'

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে 'ঢাকা-রাজশাহী' ও 'বগুড়া-নগরবাড়ী' মহাসড়ক এবং 'সয়দাবাদ-বেলকুচি' আঞ্চলিক সড়কে ৬টি পৃথক সংঘবদ্ধ ডাকাত সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, রাতের বেলায় পাথরের ঢিল বা চাকার নিচে 'পেরেক পোতা বাটাম' বা 'লোহার বুলেট' ফেলে যানবাহনের গতি রোধ করে যাত্রীদের মালপত্র লুট করে ডাকাত দল। সদরের সয়দাবাদ গোলচত্বর, মুলিবাড়ি, কড্ডা, কামারখন্দের ঝাঐলওভার ব্রিজ, তালকুদার বাজার, এনডিপি অফিসের আশপাশে, মফিজ মোড়, কোনাবাড়ী, বেলকুচির শমেসপুর, কাটা ওয়াপদা, কদমতলী আমবাড়িয়া ও উল্লাপাড়ার বোয়ালিয়া জোড়া কবরস্থানের পাশে অবস্থান নেয় তারা।পুলিশ জানায়, গত ১২ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মুলিবাড়ি ও কড্ডার মাঝে রাত আড়াইটার দিকে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে একটি গ্রুপের প্রধানসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে ডিবি-জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ সদরের রায়পুর উত্তরপাড়ার তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খান অন্তর, চণ্ডিদাসগাতী গ্রামের ওয়াজেদ আলী, সদর পৌর এলাকার মালসাপাড়ার আব্দুল লতিফ খান নিকি, সদরের মোহনপুর গ্রামের ইনামুল হক আশিক, সয়াধানগড়ার আব্দুল মোতালেব ও শিয়ালকোল গ্রামের সোহেলরানা। তাদের কাছ থেকে বগুড়ার সোনাতলা থানা পুলিশের খোয়া যাওয়া একজোড়া হ্যান্ডকাপ, তিনটি মোবাইল ফোনসেট, একটি ওয়াকিটকি, নগদ টাকাপয়সা ও ইউনিফর্ম ছাড়াও তিনটি চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে।'
মন্তব্য করুন