- সারাদেশ
- রাবির উর্দু বিভাগে আবারও তালা শিক্ষার্থীদের
রাবির উর্দু বিভাগে আবারও তালা শিক্ষার্থীদের

চলতি বছরের আগস্টেও বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা
দুই মাসেও ফল বিপর্যয়ের সমাধান না হওয়ায় ফের বিভাগের অফিস কক্ষে তালা ঝুলিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ২টার দিকে তাঁরা বিভাগের কক্ষে তালা লাগিয়ে দেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেল ৫টার দিকে বিভাগের সভাপতি, শিক্ষক এবং পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর।
শিক্ষার্থীদের দাবি, অতি দ্রুত ফল সংশোধন করে নতুন করে প্রকাশ করতে হবে। ফল বিপর্যয়ের পেছনে জড়িত বিভাগের শিক্ষকদের শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের কোনো পরীক্ষা কমিটিতে না রাখার দাবিও জানান তাঁরা।শিক্ষার্থীরা জানান, বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৩৫ জন নিয়মিত ও ৩ জন অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন। তাঁরা সবাই প্রথম সেমিস্টার পরীক্ষায় উত্তীর্ণ হন। গত ২২ এপ্রিল দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে ওই মাসেই শেষ হয়। পরে ২৫ আগস্ট ফল প্রকাশিত ফলাফলের তালিকায় ৩০ জনের নাম ছিল। ৬ জন নিয়মিত ও ২ জন অনিয়মিত শিক্ষার্থীর ফল প্রকাশিত হয়নি। ৬ জন শিক্ষার্থী একটি করে কোর্সে অকৃতকার্য হন। এতে ক্ষুব্ধ হয়ে বিভাগের অফিস কক্ষে ও সভাপতির কক্ষে তালা লাগিয়ে বিভাগ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ফল প্রকাশের দেড় মাস হয়ে গেলেও প্রশাসন সমাধান দিতে পারেনি। রোববার সমাধানের কথা থাকলেও কোনো কিছুই করা হয়নি। ফলাফল সংশোধন করে প্রকাশ করা হোক।
উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, এ বিষয়ে ছাত্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। অতি দ্রুত সমাধানের চেষ্টা করছি। ছাত্র উপদেষ্টা ড. এম তারেক নূর বলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি সমস্যার সমাধান হবে।
মন্তব্য করুন