
খুলনা সিটি করপোরেশনের ১৭তম সাধারণ সভায় ১৫ তলা পাবলিক হল নির্মাণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রোববার নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এ সভা হয়। এ সময় নগরীর শিববাড়ী মোড়ে ১৫ তলার খুলনা পাবলিক হল নির্মাণ, বিশ্বব্যাংকের সহায়তায় লোকাল গভর্নমেন্ট কভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি শীর্ষক প্রকল্পের ইমপ্লিমেন্টেশন পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিটি মেয়র বলেন, সরকারের আন্তরিকতায় খুলনা মহানগরীতে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। নগরজুড়ে এখন উন্নয়নকাজ চলছে। গুণগত মান বজায় রেখে এসব কাজ সঠিক সময়ে শেষ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে খুলনা সিটি করপোরেশন যথাযথ ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, নগরবাসীকে সচেতন করার জন্য প্রতিদিন মাইকিং করা হচ্ছে। নিজ নিজ বাড়ির আশপাশে যাতে ডেঙ্গু প্রজনন ক্ষেত্র তৈরি না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সভায় কেসিসির প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
মন্তব্য করুন