- সারাদেশ
- ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতার মৃত্যু, সাবেক এসপিসহ চার পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতার মৃত্যু, সাবেক এসপিসহ চার পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

নোয়াখালীর বেগমগঞ্জ থানা। ফাইল ছবি
নোয়াখালীতে কথিত বন্দুকযুদ্ধে এক যুবদল নেতার মৃত্যুর পাঁচ বছর পর জেলার সাবেক পুলিশ সুপার ইলিয়াস শরীফসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নিহতের স্ত্রী। রোববার জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে মামলার আবেদন করা হয়। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।
মামলার বাদী খুরশিদা বেগম ওরফে পুষ্প বেগম বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হুদা মো. আলমকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ করেছেন।
বর্তমানে ঢাকায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ইলিয়াস শরীফের সঙ্গে অপর আসামিরা হচ্ছেন জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার খুলনা মেট্রোপলিটন), বেগমগঞ্জ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ (বর্তমানে রাজধানীর ভাটারা থানার ওসি) এবং বেগমগঞ্জ মডেল থানার সাবেক উপপরিদর্শক (এসআই) ও বর্তমানে শিল্প পুলিশ চটট্টগ্রামের এসআই জসিম উদ্দিন।
আদালতে আবেদনে বলা হয়, ২০১৭ সালের ২৩ আগস্ট আলমকে গ্রেপ্তারের পর গুলি করে হত্যা করে পুলিশ। পরদিন হাসপাতালে তাঁর মরদেহ পাওয়া যায়। জজ আদালতের সরকারি কৌঁসুলি গুলজার আহমেদ জুয়েল মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন