খুলনার বহুল আলোচিত রহিমা বেগম নিখোঁজ হননি বলে জানিয়েছেন তার মেয়ে আদুরি খাতুন। তার বাসাতেই আছেন বলে জানান তিনি।

আজ সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে রহিমার মেয়ে মরিয়ম মান্নান বলেন, তার মা রহিমা বেগম খুলনা নগরীর বয়রা এলাকায় তার বোন আদুরি খাতুনসহ আরেক বোনকে নিয়ে থাকতেন। সেখান থেকে তিনি দুই দিন আগে চলে গেছেন। বিষয়টি রোববার আদুরি তাকে ফোনে জানিয়েছে। তবে এ ঘটনায় তারা কোনো জিডি বা মামলা করেননি। এছাড়া তাকে আর খুঁজবেন না বলে জানান তিনি।

তবে রাতে আদুরি খাতুন মোবাইল ফোনে সমকালকে বলেন, ‘কে বলেছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মা আমার জিম্মায় আছে, আমরা যে বাসায় থাকি সেই বাসাতেই আছে। সে তো মানুষ, সে কি ঘুরাফেরা করতে পারে না? মা খুলনাতেই আছে। আমি কি জিডি করেছি যে আমার মা নিখোঁজ হয়েছে?’

এদিকে, রহিমা বেগমের ছেলে মো. মিরাজ আল সাদী সোমবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে যান। সেখানে তিনি সাক্ষী হিসেবে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিতে রাজি হন। এরপর পিবিআই তাকে আদালতে নিয়ে গেলে তিনি আদালতে জবানবন্দি দেন। রহিমা বেগম প্রতিপক্ষকে ফাঁসাতে এর আগেরবার স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে মিরাজ আদালতে জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকার বাসা থেকে রহিমা বেগম ‘নিখোঁজ’ হন। এ ঘটনায় ওই রাতে তার ছেলে সাদী দৌলতপুর থানায় জিডি করেন। পরদিন তার মেয়ে আদুরি বাদী হয়ে অপহরণ মামলা করেন। গত ২৪ সেপ্টেম্বর দৌলতপুর থানা পুলিশ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে স্বেচ্ছায় আত্মগোপনে থাকা রহিমা বেগমকে উদ্ধার করে। পরদিন রহিমা বেগম তাকে অপহরণ করা হয়েছিল বলে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।