- সারাদেশ
- টেকনাফে চিকিৎসকের অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ
টেকনাফে চিকিৎসকের অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ

ফিরোজ আহমেদ
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় ফিরোজ আহমেদ নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ফিরোজ টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
শুক্রবার সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার পরে পেট ব্যথার কারণে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। তাকে ঠিকমতো চিকিৎসা সেবা না দেওয়ায় সকালের দিকে মারা যান তিনি।
নিহতের স্বজনদের দাবি- চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। দুজন চিকিৎসক এর জন্য দায়ী। তারা হলেন- ডা. সিনসিয়া ও শোভন দাস। ডা. সিনসিয়া বৃহস্পতিবার দিনের ডিউটিতে ছিলেন। তিনি সঠিক সময়ে ফিরোজকে চিকিৎসা দেননি। আর আজ সকালে ডা. শোভন দাস রোগীকে সেবা দেননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. শোভন দাস সমকালকে বলেন, ‘মারা যাওয়া রোগীর অবস্থা ভালো ছিল, কিন্তু তার জন্য একটা ঔষধ পাইনি। রোগী মারা যাওয়ার আগে ডিউটিতে ছিলাম, তবে বিশ্রাম করছিলাম।’
ফিরোজের বাবা মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে একরাত হাসপাতালে ভর্তি ছিলো। তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয়নি। ডা. সিনসিয়া ও শোভন চিকিৎসার দায়িত্বে ছিলেন। তারা যদি বলতেন, রোগীর অবস্থা ভালো না, তাহলে আমরা উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যেতাম। ডাক্তারদের অবহেলার জন্যই আমার আমার ছেলের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে ডাক্তার ডা. সিনসিয়াকে মুঠোফোনে কল করা হলেও রিসিভড না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, বৃহস্পতিবার সকালের দিকে পেট ব্যাথার কারণে ফিরোজকে ভর্তি করেন। তখন তার রিপোর্ট ভালো ছিল। যদি অবস্থা অবনতি হয় তাকে কেন রেফার্ড করা হয়নি। এতে বোঝা যায় চিকিৎসকদের অবহেলা ছিল
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমি শুনেছি ফিরোজের পেটে ব্যথা ছিল। তার কারণে স্বজনরা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতের স্বজনদের অভিযোগ, সঠিক চিকিৎসা না পাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি জানান, তবে এ ঘটনায় নিহতের পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি।
মন্তব্য করুন