- সারাদেশ
- বেনাপোল বন্দরে আগুন, পুড়ল পণ্য ও গুরুত্বপূর্ণ নথি
বেনাপোল বন্দরে আগুন, পুড়ল পণ্য ও গুরুত্বপূর্ণ নথি

ছবি: সমকাল
বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর কেমিক্যাল শেডের কার্যালয়ে অগ্নিকাণ্ডে আমদানি করা পণ্যসহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন ব্যবসায়ীরা।
স্থলবন্দরের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শর্টসার্কিট থেকে বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল শেডের অফিস রুমে আগুন লাগে। পরে তা পণ্যাগারে ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায়। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে না।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার জানান, বন্দরের বৈদ্যুতিক লাইনগুলো বেশ পুরোনো। বিদ্যুৎ বিভাগকে বারবার বলার পরও তারা লাইন মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। ফলে বন্দরে বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
মন্তব্য করুন