বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইসিপি বিজিবি। 

শনিবার ভোরে সাদিপুর ব্রিজ এর পাশ থেকে এ অস্ত্র দুটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোন অস্ত্র কারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

আইসিপি বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে অস্ত্রের চালান এনে কারবারিরা সাদিপুর ব্রিজের পাশে অবস্থান নিয়েছে। তখন একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানটি উদ্ধার করে। এ সময় কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।