- সারাদেশ
- বাসের ধাক্কায় প্রাণ গেল দুলাভাই-শ্যালিকার
বাসের ধাক্কায় প্রাণ গেল দুলাভাই-শ্যালিকার

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি-সমকাল
পাবনার সাঁথিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পাবনার কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের ছিটাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার সকাল সাতটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, বেড়া উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে ফরমান আলী (৩০) ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর চরপাড়া গ্রামের জামাল শেখের মেয়ে মাহবুবা ইয়াসমিন (২৫)। সম্পর্কে তারা দুলাভাই-শ্যালিকা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস মোহাম্মদ সিদ্দিকুল্লা নিহতদের পরিবারের বরাত দিয়ে বলেন, তারা দুইজন ঢাকায় কোন একটি এনজিওতে চাকরি করেন। শুক্রবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তারা ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে ভিটাপাড়া নামক স্থানে রাতের কোনো এক সময় বাসের ধাক্কায় তারা ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শনিবার কাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন