
গোপালগঞ্জে কন্যাসন্তান জন্ম দেওয়ায় শিল্পী বেগম (২২) নামে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত সোমবার সদর উপজেলার করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের উত্তর ফলসি গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। গৃহবধূ ওই গ্রামের ভ্যানচালক কাশেম শেখের মেয়ে।
নির্যাতনে আহত মেয়েকে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র বাবা কাশেম শেখ।
গৃহবধূর কয়েকজন প্রতিবেশীর ভাষ্যমতে, ২০১৮ সালে সদর উপজেলার করপাড়া গ্রামের মৃত বকুল গাজীর ছেলে ইয়াদ আলীর সঙ্গে শিল্পীর বিয়ে হয়। এক বছর পর যৌতুকের জন্য কারণে-অকারণে শিল্পীকে নির্যাতন করত স্বামীর বাড়ির লোকজন। এ নিয়ে বৌলতলী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন মেয়েটির বাবা। পরে বিষয়টি মীমাংসাও হয়। এর কিছুদিন পর কন্যাসন্তান জন্ম দেন শিল্পী।
কাশেম শেখ অভিযোগ করেন, মেয়ের সুখের কথা ভেবে ১ লাখ ২০ হাজার টাকা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছেন। কিছুদিন যেতে না যেতেই মেয়ের ওপর নির্যাতন শুরু হয়। তিন মাস আগে কন্যাসন্তান হওয়ায় আরও বেশি নির্যাতন করেছে। তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে। মেরে ফেলার হুমকিও দিয়েছে। মেয়েকে নির্যাতনের বিচার চান তিনি।
এ ব্যাপারে ইয়াদ আলী গাজীর ফোনে কল দিয়ে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আছাদুজ্জামান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন