বোদা উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে জেলা ছাত্রলীগের সভাপতিসহ কয়েক নেতার ওপর হামলা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সভাপতি আবু মো. নোমান হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি একরামুল প্রধান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা ও রেজানুর হাসান তপু, ছাত্রনেতা সাদেকুল ইসলাম বাবু, আছিদুল প্রধান রিয়াদ, সোয়াইব সাদিক উচ্ছ্বাস, মিজানুর রহমান মিজান, আবদুর রহিম রিপনসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারা।

লিখিত বক্তব্যে আবু নোমান হাসান জানান, শিমুলতলী এলাকায় বোদা উপজেলা ছাত্রলীগের অনুমোদনহীন কমিটির রুবায়েদ হোসেন সবুজ, আনজাম পিয়াল, মিঠু, রানা ও স্বপনের নেতৃত্বে ৪০-৫০ জন তাঁদের ওপর হামলা চালায়। হামলায় দুই ছাত্রনেতা গুরুতর আহত হন। তাঁদের মধ্যে আসাদুল্লাহ সাগরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে থানায় অভিযোগ করা হলে ওসি সুজয় কুমার রায় তদন্ত না করেই সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি বলে সংবাদমাধ্যমে বক্তব্য দেন।

জেলা ছাত্রলীগ সভাপতি নোমান হাসান বলেন, সংবাদমাধ্যমে ওসি ভুল তথ্য দিয়েছেন। তাঁর বক্তব্য প্রত্যাহার করে ঘটনা তদন্তের দাবি জানাচ্ছি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, দলীয় নেতাকর্মীর কাছে জানতে পারি, সেখানে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। ওই সময় মোটরসাইকেল দুর্ঘটনায় দু'জন আহত হয়েছিলেন।