সাতক্ষীরার বিএনপির নেতাকর্মীরা বিকল্প উপায়ে পৌঁছে গেছেন খুলনায়। তবে সাতক্ষীরা-খুলনা রুটে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দুর্ভোগে পড়া মানুষরা। বাস বন্ধে সড়কে এখন ইজিবাইক ও মাহেন্দ্র যোগে যাতায়াত করছেন ভুক্তভোগীরা।

শনিবার শহরের খুলনা রোড মোড় এলাকা ঘুরে দেখা গেছে, যেখান থেকে খুলনার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় সেখানে এখন অবস্থান করছে ইজিবাইক ও মাহেন্দ্র। দূরপাল্লার যাত্রীরাও নিরুপায় হয়ে উঠছেন এ যানবাহনে। তবে সাতক্ষীরা থেকে কালিগঞ্জ-শ্যামনগর আশাশুনি-যশোর সড়কে স্বাভাবিক নিয়মে বাস চলাচল করছে।

খুলনা রোডে বিপাকে পড়া যাত্রীরা জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশ স্থলে পৌঁছাতে না পারে এজন্য বাস বন্ধ রাখা হয়েছে এ সড়কে। তবে বিএনপির নেতাকর্মীরা বিকল্প পথে সবাই খুলনায় পৌঁছে গেছেন। বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

ইজিবাইক-মাহেন্দ্র চালকরা জানান, বাস বন্ধ থাকায় এখন তাদের যাত্রী বেড়েছে। দূরপাল্লার যাত্রীরা ভেঙে ভেঙে কষ্ট করে গন্তব্যের দিকে যাচ্ছে। তবে বাস বন্ধ থাকায় কোনো ভাড়া বাড়াননি বলেও জানান তারা।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী জানান, কোনভাবেই নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা যাবে না। এমন হবে আমরা আগেই আন্দাজ করেছিলম। সেকারণে আগে থেকেই নেতাকর্মীরা সব খুলনায় পৌঁছে গেছে। মোটর সাইকেল, নদীপথে ট্রলারসহ বিভিন্নভাবে এসেছে।