- সারাদেশ
- ফের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি
ফের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি

ফাইল ছবি।
তুমব্রু সীমান্তের পর এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দোছড়ি সীমান্ত এলাকার ওপারে মিয়ানমার অংশে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এতে লেমুছড়ি বিজিবি ক্যাম্পের প্রায় ৩০০ গজ দূরে একটি গুলি এসে পড়েছে। এ ঘটনায় এপারে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে নাইক্ষ্যংছড়ির দোছড়ি বাহিরমাঠের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
মিয়ানমার সীমান্তের গোলাগুলির বিষয়টি স্বীকার করে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, ‘সীমান্তে ফের গোলাগুলির বিষয়টি শুনেছি। ওপারের প্রায় ৩০০ রাউন্ডের বেশি গোলাগুলি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানকার মানুষের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
সীমান্তের বাসিন্দা আব্দুস শুক্কুর বলেন, ‘ধান ক্ষেতে কাজ করার সময় দুপুরে মিয়ানমার ভূখণ্ডে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাই। এতে এখানকার লোকজনের মাঝে ভয় ছড়িয়ে পরে।’
বিজিবির এক কর্মকর্তা বলেন, ‘লেমুছড়ি বিজিবি ক্যাম্পের প্রায় ৩০০ গজ দূরে একটি গুলি এসে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ওখানে যাওয়া যাবে না। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান জানান, ‘সীমান্তে দুপুরে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলি হয়। এ সময় এপারে গুলি এসে পড়েছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে সীমান্তে বসবাসরত দুই শতাধিক পরিবারকে নিরাপদে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
এর আগে সর্বশেষ ১০ অক্টোবর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা যায়। প্রায় ১২ দিন পর আবার আজ গোলাগুলি শুরু হয়েছে।
মিয়ানমার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, বেশ কিছুদিন ধরেই রাখাইনদের সংগঠন আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে মিয়ানমার সেনাবাহিনী বোমা বর্ষণ করছে। সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। যার কারণে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এরই মধ্যে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে একজনের প্রাণ গিয়েছে, অঙ্গহানি ঘটেছে দুজনের। গোলা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সীমান্তে শূন্যরেখায় অবস্থান নেওয়া এক রোহিঙ্গা যুবক।
এ সব ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে বেশ কয়েকবার ডেকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। এর মধ্যেই এবার দোছড়ি সীমান্ত এলাকায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেল।
মন্তব্য করুন