- সারাদেশ
- বিকেলে বের হওয়া লামিয়ার রক্তাক্ত লাশ মিলল পরদিন
বিকেলে বের হওয়া লামিয়ার রক্তাক্ত লাশ মিলল পরদিন

মাদারীপুরে নিখোঁজের এক দিন পর লামিয়া আক্তার (১৩) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নানাবাড়িতে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয় সে। পরদিন শুক্রবার সদর উপজেলার কালিকাপুরের হোসনাবাদ এলাকার একটি খাল থেকে লাশ উদ্ধার করা হয়। লামিয়া সদর উপজেলার হোসনাবাদ গ্রামের লোকমান ফকিরের মেয়ে। সে স্থানীয় হোসনাবাদ মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার দুপুরে লামিয়ার ময়নাতদন্ত শেষ হয়েছে বলে জানায় পুলিশ। লামিয়া শারীরিক সমস্যার কারণে ভালোভাবে কথা বলতে পারত না বলে জানিয়েছে স্থানীয়রা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে নির্জন স্থানে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
মন্তব্য করুন