- সারাদেশ
- বরিশালের সমাবেশ হবে আ'লীগ সরকার পতনের সমাবেশ
প্রস্তুতি সভায় বিএনপি নেতারা
বরিশালের সমাবেশ হবে আ'লীগ সরকার পতনের সমাবেশ

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিসভায় বক্তব্য দেন কমিটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান
বরিশালে আগামী ৫ নভেম্বরের বিএনপির বিভাগীয় গণসমাবেশ আওয়ামী লীগ সরকারের পতনের সমাবেশ হবে বলে আশা করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আজ শনিবার দুপুরে নগরের উত্তর মল্লিক সড়কের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভায় নেতারা এ কথা বলেন। ওই সভায় বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও বিভাগের অন্য পাঁচ জেলার নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান।
বরিশালের প্রস্তুতি সভায় দীর্ঘ প্রায় এক বছর পর অংশ নেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। গত নভেম্বরে মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়ার পর বাদ পড়েন সরোয়ার ও তাঁর অনুসারীরা। এরপর সরোয়ার আর বরিশালে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি।
প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সব ভেদাভেদ ভুলে নগর থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে এক হয়ে কাজ করতে হবে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশে লাখো মানুষের উপস্থিতি দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। ওই তিন গণসমাবেশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েও মানুষের ঢল ঠেকাতে পারেনি। মানুষ মাইলের পর মাইল হেঁটে যে যেভাবে পেড়েছে সেভাবে সমাবেশে যোগ দিয়েছে।
নেতারা আরও বলেন, আগামী ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তাই যেকোনো মূল্যে গণসমাবেশ সরকার পতনের সমাবেশে পরিণত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দলনেতা এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন বিভাগীয় সমাবেশের প্রধান সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, মেজবাহউদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় সদস্য এবায়েদুল হক চাঁন প্রমুখ।
প্রস্তুতিমূলক সভা শেষে নেতারা বরিশালে বিভাগীয় গণসমাবেশের সম্ভাব্য স্থান নগরীর জেলা স্কুল মাঠ এবং বঙ্গবন্ধু উদ্যান (বেলর্স পার্ক) পরিদর্শন করেন।
মন্তব্য করুন