- সারাদেশ
- টয়লেটের কূপ খননের সময় বালু ধসে ৩০ ফুট গভীরে শ্রমিক আটকা
টয়লেটের কূপ খননের সময় বালু ধসে ৩০ ফুট গভীরে শ্রমিক আটকা
রংপুরের বদরগঞ্জের টয়লেটের কূপ খননের সময় বালু ধসে গর্তের ৩০ ফুট গভীরে এক শ্রমিক আটকা পড়েছেন। তাঁর নাম আবু হাসান (২৮)।
আজ শনিবার বেলা তিনটার দিকে বালুয়াভাটা এলাকায় বাবুল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ১০টা) তাকে উদ্ধারে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দমকল বাহিনীর বদরগঞ্জ শাখার টিম লিডার আফজাল উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, আবু হাসানের গলা পর্যন্ত মাটির নিচে আটকে আছে। তাকে রশি দিয়ে বেঁধে মাটি খুঁড়ে উদ্ধারের প্রচেষ্টা চলছে। হাসপাতাল থেকে আনা সিলিন্ডার থেকে গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ঘটনা জানাজানি হলে শত শত উৎসুক জনতা ভিড় করেন। পরিস্থিতি সামলাতে সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযানে সহায়তা করতে প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন। এছাড়া রংপুর দমকল বাহিনীর উপপরিচালক জসিম উদ্দিন, ওসি হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ভারপ্রাপ্ত ইউএনও তাসরিন, বদরগঞ্জের মেয়র টুটুল চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত আছেন।
মন্তব্য করুন