- সারাদেশ
- বরিশালে পদবঞ্চিতদের নিয়ে সরোয়ারের বৈঠক
বরিশালে পদবঞ্চিতদের নিয়ে সরোয়ারের বৈঠক
৫ নভেম্বর বড় শোডাউনের প্রস্তুতি বিএনপির

পদবঞ্চিত নেতাদের নিয়ে মজিবর রহমান সরোয়ারের বৈঠক। ছবি- সমকাল।
বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বরিশালে আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। ৫ নভেম্বর গণসমাবেশ সফল করতে অনুসারী পদবঞ্চিত নেতাদের নিয়ে আজ রোববার নগরের উত্তর কাউনিয়ায় নিজ বাড়ির আঙিনায় সভা করেছেন তিনি। সভায় বরিশাল মহানগর এবং ৩০টি ওয়ার্ডের বিলুপ্ত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পদবঞ্চিত দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এর আগে শনিবার অনুষ্ঠিত বিভাগীয় প্রস্তুতিমূলক সভায়ও যোগ দেন সরোয়ার।
বাড়ির আঙিনায় সভায় সরোয়ার বলেন, বরিশাল নগর বিএনপিতে যারা পদবঞ্চিত, তাঁদের সংগঠিত করতেই সভা ডেকেছেন। সব দ্বন্দ্ব-বিভক্তি ভুলে ৫ নভেম্বরের সমাবেশ সফল করতে হবে। পদবঞ্চিত হয়ে যে নেতাকর্মীরা দল থেকে দূরে আছেন, তাঁদের সংগঠিত করতে সভা ডেকেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে এই সরকার। চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশে নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। বরিশালের সমাবেশেও এ ধরনের বাধা আসতে পারে। সব বাধার জবাব দিতে হবে।
সভায় মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আহসান কবির হাসান বলেন, পদ-পদবি না থাকলেও তাঁরা বিএনপি করেন। তাই এখন ঘরে বসে থাকার সময় নেই। ৫ নভেম্বর বড় শোডাউন করা হবে। মহানগর বিএনপির সাবেক সহসম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, কেন্দ্রের নির্দেশনায় তাঁরা মাঠে নেমেছেন। সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আব্বাস উদ্দিন বাবলা ও আলমগীর হোসেন আলম, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, মহিলা দল নেত্রী শরীফ তাসলিমা কালাম পলিসহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক নেতারা।
সমাবেশের জন্য আবেদন :বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলর্স পার্ক) গণসমাবেশ করার জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে বিএনপি। আজ মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনপত্র দিয়েছে।
মন্তব্য করুন