- সারাদেশ
- হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারে তলিয়ে গেছে ২০ গ্রাম
হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারে তলিয়ে গেছে ২০ গ্রাম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সিত্রাং ও অমাবষ্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বর্ষণে উপজেলা নিঝুমদ্বীপ,নঙ্গলিয়া,নলেরচর.কেয়ারিংচর নলচিরা,সুখচর,ঢালচর,তেল্লারচর,জাগলারচর,তমরদ্দি, চরঈশ্বর,সোনাদিয়া ইউনিয়ন জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এছাড়া চরাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ না করার কারণে জোয়ারের পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ।
জানা গেছে ,সাধারণ জোয়ারের চেয়ে ৪/৫ ফুট বেশি জোয়ারে তলিয়ে গেছে নিঝুমদ্বীপ, চরঈশ্বর, নলচিরা, হরনী ও চানন্দী ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। এছাড়াও তমরদ্দি ইউনিয়নের জোড়খালি, কোরালিয়া, আঠারবেকী ও ক্ষিরোদিয়া, সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা, পশ্চিম মাইজচরা, হৈইকবাধা এবং জাহাজমারা ইউনিয়নের মোক্তারিয়া ঘাট এলাকা জোয়ারে তলিয়ে গেছে। এ সময় প্রবল জোয়ারে নলচিরা ঘাট এলাকা থেকে ২০-২৫টি দোকানঘর মালামালসহ ভেসে গেছে। বৃষ্টির পানি ও জোয়ারে তলিয়ে গেছে প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘর। জোয়ারে ভেসে গেছে হাতিয়ার প্রায় পাঁচ হাজার পুকুর ও ঘেরের মাছ। এছাড়া প্রায় দেড় শতাধিক গ্রামীন কাঁচা সড়ক সম্পূর্ন নষ্ট হয়ে গেছে।
সোমবার সকাল থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় প্লাবিত এলাকায় ফসলি জমি পানিতে নিমজ্জিত থাকায় এসব গ্রামের পাকা ধান, রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ও গো-খাদ্য।
ইতোমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। জানা গেছে, সোমবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ২৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় যাত্রীবাহী ও মালবাহী ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিয়েছে। নলচিরা ঘাটে অসংখ্য লাইটার জাহাজ নোঙর করে রেখেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, এখন আমরা ৬ নম্বর সতর্কতা সংকেতের আওতায় আছি। সোমবার সকাল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌ পুলিশ ঘাটে কাজ করছে। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি ও নেওয়া হচ্ছে। নদী উত্তাল থাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে।
মন্তব্য করুন