- সারাদেশ
- অভিযানের নামে চাঁদাবাজির অভিযোগ, কুলাউড়ায় ৪ পুলিশ সদস্য লাঞ্ছিত
অভিযানের নামে চাঁদাবাজির অভিযোগ, কুলাউড়ায় ৪ পুলিশ সদস্য লাঞ্ছিত

শ্রমিকদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা। ছবি-সমকাল
সারাদিন কাজ শেষে সন্ধ্যায় চা বাগানের মন্দিরে বসে তাস খেলছিলেন শ্রমিকরা। এ সময় সেখানে হাজির হন চারজন সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্য। নিজেদের পরিচয় দিয়ে তাঁরা চাঁদা দাবি করলে শ্রমিকদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে পুলিশ সদস্যরা দৌড়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। সেখানে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয় বেশ কিছুক্ষণ। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের উদ্ধার করেন। গত মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগানের মণ্ডপে এ ঘটনা ঘটে। তবে শ্রমিকদের কাছে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে এএসআই আক্কাস উদ্দিন দাবি করেন, তাঁদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
এএসআই আক্কাস বলেন, পরোয়ানা থাকা দুই আসামিকে গ্রেপ্তারের জন্য তিনজন কনস্টেবল নিয়ে দিলদারপুর চা বাগান এলাকায় যাই। ফেরার পথে পূজামণ্ডপের কাছে জুয়ার আসর চলতে দেখি। তাঁদের জুয়া খেলা বন্ধ করতে বললে কয়েকজন শ্রমিক উত্তেজনা সৃষ্টি করেন। টাকা নেওয়ার অভিযোগের ভিত্তি নেই।
চেয়ারম্যান আবদুর রব মাহাবুব বলেন, বাগানে শ্রমিকরা পূজা করছিলেন। এ সময় সেখানে সাদা পোশাকে পুলিশ গেলে উত্তেজনা সৃষ্টি হয়। আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুলিশ ও শ্রমিকদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এর বেশি কিছু নয়।
মন্তব্য করুন