যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবন গুডস হিল ঘেরাও করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। তাদের সঙ্গে শহরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। ঘেরাও শেষে গুডস হিলকে ‌'রাজাকার হিল' নামকরণ করে ব্যানার টাঙ্গিয়ে দেন মুক্তিযোদ্ধার সন্তানরা। শনিবার সকালে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। নগরের চকবাজার থানাধীন গনি বেকারীর মোড়ে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহ্নত হতো এই গুডস হিল। এখানে ধরে এনে মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন করা হতো। কর্মসূচি পালনকারীরা গুডস হিলের প্রবেশপথের দেয়ালে 'মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন কেন্দ্র-রাজাকারের বাড়ি' নির্দেশনা সম্বলিত দেয়াল লিখন করে দেন। গেটের সামনে প্রতীকী তালাও ঝুলিয়ে দেওয়া হয়।

‘গুডস হিলের’ মূল প্রবেশপথ অবরুদ্ধ করে সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, মহানগর ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী শহীদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক রাসেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, সংগঠনের মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সজিব ও সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান।

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ শব্দগুলো আমাদের অস্তিত্ব। সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাকাকে তার ছেলে বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী 'শহীদ' বলায় আমরা মনে করি এটা লাল সবুজের পতাকার অবমাননা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা হতো সাকা চৌধুরীর গুডস হিলের বাড়িতে। পাকিস্তানি ঘাতক বাহিনীকে সঙ্গে করে নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের পরিবারের নারীদের ওপর অমানবিক নির্যাতন চালাতো এই যুদ্ধাপরাধী সাকা চৌধুরী। মূলত পাকিস্তানি হানাদারদের পথপ্রদর্শক এবং বাঙালি যুবক, বুদ্ধিজীবী ও সংখ্যালঘুদের গণহত্যার মাস্টারমাইন্ড ছিল চট্টগ্রামের এই কুখ্যাত সাকা চৌধুরী। তার ছেলের বক্তব্যের প্রতিবাদে এ ঘেরা কর্মসূচি পালন করা হচ্ছে।

 গুডস হিলকে ‌'রাজাকার হিল' নামকরণ করে ব্যানার টাঙ্গিয়ে দেন মুক্তিযোদ্ধার সন্তানরা

উল্লেখ্য, গত ১২ অক্টোবর চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে দেওয়া বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, 'আপনাদের সামনে উপস্থিত হয়েছি বড় নেতা হিসেবে নয়। আজকে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আপনারা সবাই সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারও নেই। এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর একা বাড়ি যেতে পারবেন না। প্রতিটি শহীদের পরিবার থেকে ক্ষমা চেয়ে যেতে বাধ্য করা হবে। যাওয়ার আগে আমার বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই। এরপরই গুডস হিল ঘেরাও কর্মসূচি ঘোষণা করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।