- সারাদেশ
- সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ
সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
পিরোজপুরের কাউখালী উপজেলায় সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে মনিরুজ্জামান মনির হাওলাদার (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠি এলাকার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মনির হাওলাদার উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াজেদ আলী হাওলাদরের ছেলে।
নিহতের ভাগ্নে মো. হাফিজুর রহমান জানান, তার মামার পরিবারের অন্য সদস্যরা যশোরে থাকেন। মামার সঙ্গে সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে স্থানীয় প্রতিপক্ষরা তাকে মারধর করেছে। এ হামলার আহত হয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা নামক এলাকার বাসিন্দা মনিরের সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনের সুপারি বাগান নিয়ে বিরোধ ছিল। শনিবার দুপুরে মনিরুজ্জামান মনির সেই বিরোধীয় বাগানে সুপারি পাড়তে যান। এ সময় রুহুল আমিন ও তার ছেলে ইমরুল মনিরুজ্জামানকে বেধড়ক পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় মনিরুজ্জামান তার ঘরে চলে যায়। এরপর রাত ৯টার দিকে তার এক আত্মীয় তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের ডেকে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করেন। মনিরুজ্জামান মনিরের পরিবার যশোরে থাকে বলে জানা গেছে। তিনিওই ঘরে একা থাকতেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন সমকালকে জানান, লাশ উদ্ধার করা হয়েছে, শনিবার দুপুরে নিহতের সঙ্গে সুপারি বাগান নিয়ে প্রতিবেশির মধ্যে ধাক্কা-ধাক্কি ও ঝগড়া বিবাদ হয়েছে বলে শুনেছি। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা কি-না তা নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন