শরীয়তপুর নড়িয়া উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা নামক স্থানে এই দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (৪২) নামে এক অ্যাডভোকেট ও তার ছোট্ট মেয়ে মইশা (৩) নিহত হয়েছেন।

নিহত রাশেদুল ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার আঙ্গারিয়া ইউনিয়নের ভাসানচর এলাকায়। তিনি শরীয়তপুর জজ আদালতের এপিপি ও শরীয়তপুর আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুসাঈদ সমকালকে বলেন, রাশেদুল ইসলাম নিজেই গাড়ি ড্রাইভ করে চট্রগ্রাম থেকে শরীয়তপুর আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও তার ছোট্ট মেয়ের মৃত্যু হয়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। রোবাবার বাদ আসর শরীয়তপুর আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার প্রথম জানাজা ও নিজ গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সমকালকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে।