- সারাদেশ
- নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, প্রাণ গেল অ্যাডভোকেট ও তার ছোট্ট মেয়ের
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, প্রাণ গেল অ্যাডভোকেট ও তার ছোট্ট মেয়ের

খাদে পড়ে যাওয়া মাইক্রোবাস- সমকাল
শরীয়তপুর নড়িয়া উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা নামক স্থানে এই দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (৪২) নামে এক অ্যাডভোকেট ও তার ছোট্ট মেয়ে মইশা (৩) নিহত হয়েছেন।
নিহত রাশেদুল ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার আঙ্গারিয়া ইউনিয়নের ভাসানচর এলাকায়। তিনি শরীয়তপুর জজ আদালতের এপিপি ও শরীয়তপুর আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুসাঈদ সমকালকে বলেন, রাশেদুল ইসলাম নিজেই গাড়ি ড্রাইভ করে চট্রগ্রাম থেকে শরীয়তপুর আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও তার ছোট্ট মেয়ের মৃত্যু হয়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। রোবাবার বাদ আসর শরীয়তপুর আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার প্রথম জানাজা ও নিজ গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সমকালকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে।
মন্তব্য করুন