বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহারেই মিলবে মুক্তি। তীক্ষষ্ট বুদ্ধির যুক্তি দিয়ে এটিই প্রমাণ করার চেষ্টা করেছে মাধ্যমিক পর্যায়ের তুখোড় মেধাবী শিক্ষার্থীরা। তথ্যনির্ভর এই তর্ক রূপ নিয়েছিল বাগ্‌যুদ্ধে। মঞ্চে কথার লড়াই হলেও প্রতিযোগিতার উৎসবে মেতেছিল বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ঝিনাইদহ, ফেনী ও নওগাঁর বিতার্কিকরা। গতকাল শনিবার এ দৃশ্য ছিল দেশের সবচেয়ে বড় বিতর্ক আসর 'বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২'-এর। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় এবারের উৎসবে অংশ নিচ্ছে ৬৪ জেলার ৫২০ স্কুল।
বরিশাল :নগরীর আছমত আলী খান (একে) ইনস্টিটিউশনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান (একে) ইনস্টিটিউশন, বরিশাল জিলা স্কুল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা কারিমা শেখ মুমু।
পিরোজপুর :পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর বালিকা বিদ্যালয়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। এতে পিরোজপুর সরকারি বালক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা ধ্রুবজ্যোতি বিশ্বাস।
ঝালকাঠি :ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় ইছানিল মাধ্যমিক বিদ্যালয়, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, কমলিকান্দর মাধ্যমিক বিদ্যালয়, পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ পৌর মাধ্যমিক বিদ্যালয় ও হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা সুতীর্থ মুখার্জি।
বরগুনা :বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় বরগুনা জিলা স্কুল, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নিরালা চাইল্ড প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল, আলহাজ আব্দুল করিম হাওলাদার মডেল হাইস্কুল ও বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে আলহাজ আব্দুল করিম হাওলাদার মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন ও বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা ফেনিল শাহ্‌ অরিত্রী।
ঝিনাইদহ :ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহ ওয়াজির স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ ফজের আলী স্কুল অ্যান্ড কলেজ, এমকে মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, পিডিআর মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বৈডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। এতে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা রোদসী খন্দকার।
ফেনী :ফেনী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় সেন্ট্রাল হাইস্কুল, ফেনী বালিকা নিকেতন, ফেনী মডেল হাই স্কুল, রামপুর বালিকা বিদ্যালয়, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জিএম একাডেমি, শাহীন একাডেমি স্কুল ও ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এতে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শাহীন একাডেমি স্কুল রানার্সআপ হয়। সেরা বক্তা নুসরাত নাজুয়া।
নওগাঁ :জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁ জিলা স্কুল, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা, সীমান্ত পাবলিক স্কুল, শাহীন ক্যাডেট স্কুল, কীত্তিপুর উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া উচ্চ বিদ্যালয়। এতে নওগাঁ জিলা স্কুল চ্যাম্পিয়ন ও নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা মাহী মাওলা শুভ।
তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ে তুলতে ২০১৩ সালে শুরু হয় এ বিতর্ক উৎসব। এবার অনুষ্ঠিত হচ্ছে নবম আসর। জেলা পর্যায়ের বিতর্ক চলবে ১২ নভেম্বর পর্যন্ত।