ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় শাকিল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মামুন হাসান উপজেলার আসিম ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। গ্রেপ্তার শাকিল একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, শনিবার রাতে হুরবাড়ি গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিল মামুনের বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এ সময় মামুনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শাকিলকে উদ্ধার করে।

গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।                         

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম সমকালকে বলেন হত্যাকাণ্ডের ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।