- সারাদেশ
- বড় ভাইকে কুপিয়ে হত্যা
বড় ভাইকে কুপিয়ে হত্যা

সোলায়মান শেখ
সাতক্ষীরার শ্যামনগরে সোলায়মান শেখ(৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। রোববার সকাল ছয়টার দিকে উপজেলা সদরের সোনারমোড় সংলগ্ন মাহমুদপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মো. আল আমিন হোসেন বাদী হয়ে চাচাকে আসামি করে মামলা করেছে।
নিহত সোলায়মান একই গ্রামের মো. মুনসুর শেখের চার ছেলের মধ্যে বড়। তিনি ভ্যানযোগে গ্রাম থেকে ভাঙা জিনিসপত্র কিনে নিয়ে হায়বাদপুর এলাকার ভাঙারীর দোকানে বিক্রি করতেন। অভিযুক্তর নাম মোশারফ হোসেন নিহতের আপন ভাই।
আল আমিনসহ পরিবারের সদস্যরা জানায়, রোববার ফজরের নামাজ থেকে ফিরে বাটখারাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিতে সোলায়মান শেখ পাশের দোকানে যায়। এসময় আকস্মিকভাবে হাতে ধারালো দা নিয়ে মোশারফ সেখানে পৌঁছে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এক পর্যায়ে সোলায়মান শেখের বুক ফাঁক হয়ে ভিতরের অংশ বাইরে বেরিয়ে পড়লে মোশারফ পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাইপো মতিউর রহমান জানায়, মোশারফ এলাকার বখাটে ও উশৃঙ্খল হিসেবে পরিচিত। বড় ভাইকে বাবা-মা বিশেষ পছন্দ করায় সম্প্রতি তিনি নিজের বাবাকে মারধর করেন। নিষেধ করা সত্ত্বেও বড় ভাই সোলায়মান শেখের ভ্যান নিজের বাড়িতে রাখতে দেওয়ায় মোশারফ তার বাবাসহ ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়। তিনি আরও জানান ,স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কয়েকদিন আগে সোলায়মান তার মেজ ভাই মোশারফকে বকাঝকা করার ঘটনায় তিনি ক্ষুব্ধ ছিলেন।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সোলায়মান শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা করেছে। মৃতদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। মামলার একমাত্র আসামি মোশারফকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন