- সারাদেশ
- ওরা তৈরি করেছে বন্যার পূর্বাভাস দেওয়ার সেন্সর
সানশাইন গ্রামার স্কুলে বিজ্ঞান মেলা
ওরা তৈরি করেছে বন্যার পূর্বাভাস দেওয়ার সেন্সর

সানশাইন গ্রামার স্কুলে বিজ্ঞান মেলায় একটি প্রকল্প দেখাচ্ছে খুদে বিজ্ঞানীরা সমকাল
'শিক্ষা ও সহশিক্ষার অন্যসব ক্ষেত্রের মতো বিজ্ঞান গবেষণায়ও সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ প্রতিজ্ঞাবদ্ধ।'
সম্প্র্রতি বার্ষিক বিজ্ঞান মেলার উদ্বোধনকালে কথাগুলো বলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সামীর গাজী রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, '১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘ চলার পথে বিভিন্ন সময়ে বিজ্ঞান মেলার আয়োজনসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে সানশাইনের ছাত্রছাত্রীরা পৃথিবীর নানা প্রান্তে প্রকৌশল, চিকিৎসাসহ প্রাকৃতিক বিজ্ঞানের নানা বিষয়ে যুগান্তকারী সব গবেষণার সাথে জড়িত হতে পারছে।'
সানশাইন গ্রামার স্কুলের নাসিরাবাদের ক্যাম্পাসের তিনটি ফ্লোরে প্রায় ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ছাত্রছাত্রীরা নানা ধরনের প্রকল্প প্রদর্শন করে।
উল্লেখযোগ্য প্রজেক্টগুলোর মধ্যে ছিল বাড়ির কাজের জন্য রোবট, নদীর পানির প্রবাহ পর্যবেক্ষণ করে বন্যার পূর্বাভাস দেওয়ার সেন্সর, পানি ও বাতাসের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, নদীর পানির প্রবাহ থেকে সেচ ব্যবস্থাপনা, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তরের পদ্ধতি, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুতপাতের মডেল, পিরামিড, প্রযুক্তিনির্ভর স্মার্ট সিটি, সৌরজগতের মডেল, অন্ধকারে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থাপনাসহ অনেক প্রকল্প।
এ ছাড়া খুদে শিক্ষার্থীরা রং ও আলো ব্যবহার করে নানা ধরনের মজার প্রকল্প তৈরি করে; যার প্রতিটিতে বিজ্ঞানের নানা তত্ত্ব ব্যবহার করা হয়। দিনব্যাপী এই মেলায় সমাজের নানা পেশার মানুষ আসেন। তাঁরা সানশাইনের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চিন্তার প্রশংসা করেন। সানশাইনের ছাত্রছাত্রীরা তাদের প্রকল্পের ব্যাখ্যা করে এবং দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।
বিজ্ঞান মেলার সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক বিপ্লব ভট্যাচার্য এবং বিজ্ঞান শিক্ষক পারভিন আক্তার খান। বিচারকের দায়িত্ব পালন করেন সানশাইন গ্রামার স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রবীর বিশ্বাস, জীববিজ্ঞান বিভাগের প্রধান ড. সুজিত চন্দ্র দাশ, ইংরেজি বিভাগরে প্রধান রেফায়াত কবির, রসায়ন বিভাগের শিক্ষক সুশান্ত দাশ, গণিত বিভাগের নুরুল আজিম সাহেদ এবং জীববিদ্যা শিক্ষক আমনা হারুন।
বিষয় : বিজ্ঞান মেলা সানশাইন গ্রামার স্কুল
মন্তব্য করুন