সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন ভোটার হতে গিয়ে লাইনে লাইনে দাঁড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি ও মারামারি ঘটনায় মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মিজানুরের মৃত্যু হয়। সে উপজেলার পাইলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন সম্পন্ন করা হয়। কাজ চলাকালে লাইনে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে পাইলগাঁও গ্রামের মিজানুর রহমানের সঙ্গে কাতিয়া গ্রামের আরব আলীর ছেলে রুমান আহমদের কথা কাটাকাটি থেকে মারামারি বাঁধে। একপর্যায়ে তাঁদের সঙ্গে আসা লোকজনও মারামারিতে জড়িয়ে পড়েন।

এ সময় মিজানুর রহমান মাথায় আঘাত পান। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মিজানুরকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান মিজানুর। পরে সিলেট কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় মিজানুর রহমানের বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।