যশোর শহরের টাউন হল ময়দানে মোরগ লড়াই দেখে মুগ্ধ হলেন দর্শকরা। যশোর ইনস্টিটিউটের প্রাণপুরুষ খ্যাত রায় বাহাদুর যদুনাথ মজুমদারের ১৬৩তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী স্মরণ উৎসব উপলক্ষে শনিবার এই লড়াইয়ের আয়োজন করা হয়। যশোর ইনস্টিটিউটের এই আয়োজন উপভোগ করতে সমবেত হন হাজারো দর্শক। সাতক্ষীরার শ্যামনগরের ৫ জোড়া মোরগ এজন্য নিয়ে আসা হয়।

টাউন হল ময়দানে গিয়ে দেখা যায়, পাশে দাঁড়িয়ে থাকা একজনের ইশারা পেতেই পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ল দুটি মোরগ। শুরু হলো তুমুল লড়াই। প্রায় ২ ফুট উচ্চতার মোরগ মোটা দুটি পা দিয়ে অন্যটিকে সজোরে আঘাত করছে। এসব মোরগের পায়ের পেছনের একটি নখ ভীষণ ধারালো আর সুচালো থাকে। এক পর্যায়ে একটি মোরগ ক্লান্ত হয়ে বসে পড়ে, যেন লড়বার শক্তি হারিয়ে ফেলেছে। লড়াইয়ে একটু পর পর ক্লান্ত হওয়া মোরগ সরিয়ে নতুন মোরগ নামানো হয়।

কয়েকজন দর্শক জানান, এ ধরনের খেলা এখন আর তেমন চোখে পড়ে না। দীর্ঘদিন পর খেলা দেখে বেশ আনন্দ পেয়েছেন। সাতক্ষীরার মোরগ মালিকদের নেতা নরেস সরকার বলেন, টিপু সুলতান, সম্রাট আকবরসহ অনেক রাজা মোরগ শখ করে পুষতেন। এদের লড়াই দেখা বিনোদনের অংশ হিসেবে নিতেন। এখন এই খেলা বাংলাদেশে তেমন দেখা না গেলেও এটি তুরস্কের জাতীয় খেলা।